নিজস্ব প্রতিনিধিঃ সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা সংস্কারসহ এক দফা দাবি ও বাংলা ব্লকেড কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে শহরের নিরালা মোড়ে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহাদত সিয়াম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল মাওয়া শ্যামন্তীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
শেষে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।