মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

টাংগাইলে বিভিন্নস্থানে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বিভিন্নস্থানে আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্ততপক্ষে তিনজন গুলিবিদ্ধ ও ১৫ জনের মতো আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার বটতলায় আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রলীগ পিছু হটে স্থানীয় বিবেকান্দ স্কুলে আশ্রয় নিলে তাতে হামলা চালায় আন্দোলনকারীরা। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়। আহত হয় বেশ কয়েকজন।

এ ঘটনা ছড়িয়ে পড়লে শহরের বিভিন্নস্থানে উভয়পক্ষের মধ্যে সহিংসতা ছড়িয়ে পরে। এ সময় শহরের সিএনবি রোড এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধের ঘটনা ঘটে। আহত হয় বেশ কয়েকজন। পুড়িয়ে দেয়া হয় এক সাংবাদিকের মোটরসাইকেল।

এ ছাড়াও দুপুর ১টার দিকে পূর্ব আদালতপাড়ায় টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য ছোট মনিরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈ তার মালিকানাধীন পেট্রোল পাম্পেও অগ্নিসংযোগ করা হয়।

অপরদিকে কালিহাতীতে আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও আওয়ামী লীগের সভাপতিসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ও ঘাটাইলে পুলিশ বক্স ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপজেলা পরিষদ এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ ঘটনায় পুরো জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

শহরে দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ ও শহরের ভেতরে ছোট যানবাহন সীমিত আকারে চলছে। কর্মসূচি চলাকালে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights