নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ, আহতদের সুস্থ্যতা কামনায় টাঙ্গাইলের মধুপুর পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর)রাতে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
পৌর বিএনপি’র সভাপতি খুররম খান ইফসুফজী প্রিন্সের সভাপতিত্ব বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।
ফকির মাহবুব আনাম স্বপন বলেন, আন্দোলন আর আত্মত্যাগে বৈষম্য বিরোধী ছাত্র জনতা স্বাধীনতাকে আমাদের কাছে আবার ফেরত দিয়েছে। এ স্বাধীনতা রক্ষা আর বিএনপি’র রাজনীতিকে জনগণের আস্থায় আনতে ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে জনগণকে ভালোবাসা দিয়ে এ আস্থা আর বিশ্বাস আনতে হবে।