নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে শাহসুফী সাধক নব্বেছ চাঁন (রঃ) পাগলের দরবার শরীফের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপি ঐতিহাসিক ৩৭তম পবিত্র ওরশ মোবারক। এ উপলক্ষ্যে বাসাইল উপজেলার বার্থা গ্রামে নব্বেছ চাঁনের মাজারে হাজারো ভক্ত আশেক-আশেকানের ঢল নেমেছে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ওরশের মূল কার্যক্রম পরিচালিত হলেও কয়েকদিন আগে থেকেই ভক্তদের আগমনে মাজার এলাকা মুখোরিত হয়ে উঠেছে।
ওরশ উপলক্ষে মাজারের পাশে বসেছে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা। এছাড়া মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও আধ্মাতিক সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। ওরশের প্রথম দিনে দেশ বরেণ্য বাউল শিল্পী অন্ধ আনোয়ার সরকার ও সালাম সরকার আধ্মতিক সংগীত পরিবেশন করেন এবং দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করবেন মনির সরকার ও নুরে আলম দেওয়ান ।
নব্বেছ চাঁন (রঃ) দরবার শরিফের ওরশ উদযাপন কমিটির আহ্বায়ক মামুন আল জাহাঙ্গীর জানান, অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ওরশের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ স্বাভাবিক রাখতে জন্য বহু সংখ্যক সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। নব্বেছ চাঁন (রঃ) স্বরণে প্রতিবছরই এই ওরশের আয়োজন করা হয়।