টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী দগ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের নগরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। আহত সিএনজিচালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সিএনজিযোগে টাঙ্গাইল থেকে ভূঞাপুরে যাচ্ছিলেন এক যাত্রী। নগরবাড়ী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। চালক কোনো রকমে বাইরে বের হতে পারলেও ভেতরে আটকে থাকা যাত্রী পুড়ে মারা যান।
খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার স্বপন আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে গেছে। মাইক্রোবাসের ধাক্কার পরপরই সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে।