মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
অভিনেতা সিদ্দিককে বেধড়ক মারধর করে থানায় সোপর্দ! মধুপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত বন-জঙ্গল কমে যাওয়ায় ‘আনাই’ ফল আজ বিলুপ্তপ্রায় সন্তান বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা, উদ্ধার করলো পুলিশ মধুপুরে নওমুসলিমের বাড়ি ভাঙায় বিক্ষোভ ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের কালসাপ ও সন্ত্রাসী আখ্যা দেন মধুপুরের ইউএনও মধুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে মহিলাদের নিয়ে ঈদ পুনর্মিলনী করলেন এ্যাডভোকেট মোহাম্মদ আলী মধুপুরে দৃশ্যমান হলো ইসলাম শিক্ষা পাঠাগার

স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানার সমাবেশ নেতাকর্মীর ঢল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে  স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও আখেরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সাগরদিঘী ও লক্ষ্মীন্দর ইউনিয়নের নেতাকর্মীদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আমানুর রহমান খান রানার সমর্থক জেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে সাগরদিঘী বাজারের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় পোস্টারে–ব্যানারসহ নানা প্রচারণামূলক স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা ঘাটাইল আসনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপর দিকে লক্ষ্মীন্দর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল মজিদ মাষ্টারের নেতৃত্বে আরেকটি মিছিল সাগরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাবেত হয়। এসময় সাগরদিঘী–গারোবাজার সড়কে প্রায় ঘন্টাব্যাপী জানজটের সৃষ্টি হয়।
অপর দিকে লক্ষ্মীন্দর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল মজিদ মাষ্টারের নেতৃত্বে আরেকটি মিছিল সাগরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাবেত হয়। এসময় সাগরদিঘী–গারোবাজার সড়কে প্রায় ঘন্টাব্যাপী জানজটের সৃষ্টি হয়।
কর্মসূচির শেষে জেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক বলেন, মাদক–সন্ত্রাস অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন জননেতা আমানুর রহমান খান রানা। দলমত নির্বিশেষে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা করছি। কারও হুমকি–ধমকিতে ভয় না পেয়ে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা শেষে স্ব–স্ব অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞায় করেন তিনি।
ভোটারদের উদ্দেশ্য করে সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার বলেন, পাহাড়ের লাল মাটির মানুষের আস্থার বাতিঘর আমানুর রহমান খান রানা। আমরা পাহাড়বাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102