মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ভৈরবে বড় ভাই হত্যা মামলার আসামী ছোট ভাই স্বপন ও তার শ্বশুর ইদ্রিস মিয়া সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলো গজারিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ, এলাকাবাসি ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে নিহত লিল মিয়া ও তার ভাই স্বপন মিয়ার বসত বাড়িতে জমি সংক্রান্ত বিরোধে সালিশী বৈঠক বসে। সালিশী বৈঠকে স্বপন ১ ফুট জায়গা বেশি দাবী করেন। কিন্ত নিহত লিল মিয়া জায়গা বেশি দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বপন ও তার শ্বশুড় ইদ্রিস মিয়াসহ বেশ কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে লিল মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। হামলায় সে গুরুতর আহত হলে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পুত্র নজরুল ইসলাম বাদী হয়ে স্বপন মিয়া ও তার শ্বশুড় ইদ্রিস মিয়াসহ ৫ জনকে আসামী করে বৃহস্পতিবার রাতে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে ।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মাহবুব উল্লাহ সরকার বলেন, জমি সংক্রান্ত বিরোধে সালিসি বৈঠকে লিল মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়ে ১০ ঘন্টার মধ্যে মামলার মূল আসামি স্বপন ও তার শ্বশুড় সহ ২ জনকে গ্রেফতার করেছি। মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং গ্রেফতারকৃতদেরকে রিমান্ডের জন্য আবেদন করা হবে।