মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :

টাঙ্গাইলে জিআই পণ্য বিষয়ক সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভৌগোলিক নির্দেশক (জিআই) সভা জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা ঐতিহ্যবাহী চমচম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় এর মান ধরে রাখাসহ প্রসার বৃদ্ধির জন্য বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়ী এবং মধুপুরের আনারস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার আবেদন করা হয়েছে। অপরদিকে মির্জাপুরের জামুর্কির সন্দেশকে জিআই স্বীকৃতি দিতে আবেদন করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-বিন-আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, দেশীয় পণ্যের উদ্যোক্তা মৌসুমী আক্তার, জেলা রেস্তোরা ও মিষ্টান্ন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক নুরুল আলম, জেলা তাঁত মালিক সমিতির রঘুনাথ বসাক, আনারস চাষী ছানোয়ার হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102