মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার মহানন্দপুর কইষ্টা বাজার গ্রামের মো: আসলামের ছেলে সাগর আহমেদ (২১) এবং একই উপজেলার জিতাশহরি (মরিচকুড়ি চালা) গ্রামের মৃত আবু সাইদের ছেলে নাইচ আহমেদ ওরফে নাবিল (২১)। এ মামলায় ফরহাদ হোসেন (১৯) নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল কুদ্দুস নয়া দিগন্তকে বলেন, সখিপুরের বাসারচালা এলাকায় ১৩ বছরের একটি মেয়েকে প্রথমে প্রেমের ফাঁদে ফেলেন আসামি সাগর। ২০২২ সালের ২৯ জুন রাত ৯টার দিকে সাগর অপর আসামি নাবিলকে সাথে নিয়ে ওই মেয়ের সাথে দেখা করতে আসেন।

একপর্যায়ে ওই মেয়েকে বাসারচালা গ্রামের একটি জঙ্গলে নিয়ে তারা দু’জনে জোরপূর্বক ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে প্রথমে মেয়েটি কাউকে কিছু বলেননি। আসামিরা পরদিন রাত ৯টার দিকে আবার ওই মেয়েকে মোবাইল ফোনে একইস্থানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। তখন ওই মেয়ে বাড়িতে এসে ঘটনা জানান।

মেয়েটির বাবা ওই বছর ২ জুলাই সাগর, নাবিল ও ফরহাদকে আসামি করে সখিপুর থানায় মামলা করেন। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই মো: সালাউদ্দিন। দণ্ডিত আসামিরা প্রথম দিকে জামিন পেলেও অভিযোগপত্র দাখিলের পর থেকে জেলহাজতে ছিলেন। আদালতে আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন মিয়া মামুন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102