নিজস্ব প্রতিনিধিঃ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের কোন মানুষ খাদ্য সংকটে নেই। সরকার টিসিবি’র মাধ্যমে সারাদেশে এক কোটি নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে খাদ্য পণ্য বিক্রি করছে। এছাড়াও সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় খাদ্য পণ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়া বাজারেও কোন পণ্যের সরবরাহে ঘাটতি নেই।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ) প্রকল্পের অর্থায়নে ৭০টি বিদ্যালয়ের মাঝে ড্রামসেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনী, ৫শ’ কৃষকের মাঝে বিনামুল্যে পাট বীজ বিতরণ ও টিসিবি’র স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দেলদুয়ার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা চেষ্টা করছি বাজার ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর। একদিকে যেমন আমরা পণ্যের সরবরাহ বাড়াবো, এটি দেশীয় উৎপাদন এবং যেগুলো আমদানি করা লাগে সেগুলো উৎপাদন বাড়াবো। যতক্ষণ পর্যন্ত আমরা স্বয়ং সম্পূর্ণ না হতে পারছি ডাল ও তেল আমরা আমদানি করব। এটা টিসিবি’র মাধ্যমে আমদানি করে ন্যায্যমূল্যে দিতে পারবো। সাধারণ মানুষ ও যারা শিক্ষক আছে তারাও যেন ভর্তুকি মূল্যে না ন্যায্য মূলে কিনতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ব্যবস্থা করবো। আমাদের এইসব কার্যক্রম চলমান রয়েছে। কৃষিপণ্য যেন কৃষক সমবায়ের মাধ্যমে সরাসরি ঢাকায় বাজারজাত করতে পারে সে ব্যাপারে একটা কর্পোরেট তৈরি করে নিতে আমরা পরিবহনের ব্যবস্থা করে দিবো। যাতে তারা মধ্যস্বত্বভোগীদের মধ্যে না পরে সরাসরি অধিক দামে বিক্রি করতে পারে। প্রধানমন্ত্রী আমাদের সু-স্পষ্ট নির্দেশ দিয়েছেন আমরা যে প্রকল্পগুলো হাতে নেবো তা যেন জনকল্যাণে হয়। আমাদের লক্ষ্য একটাই আমরা যে কাজগুলো করবো তা যেন জনস্বার্থে হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক শিবলী সাদিক, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।