নিজস্ব প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির নেতৃত্বে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতি সৌধে পুষ্পাঞ্জলী অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল ঝান্ডা চাকলাদার, সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু ও সাজ্জাদুর রহমান খোশনবীশ, যুগ্ম সম্পাদক এ.কে. এম মহিবুজ্জামান মুক্তা, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মামুন জামান, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান বিজু, কার্যকরী সদস্য সেতারুজ্জামান রিপন, সাজিদ খান প্রমুখ।