নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ইন্টার্ন চিকিৎসকদের দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদ এ কর্মসূচি পালন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার সাকিবুল আলম। তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো হলো মাসিক ভাতা ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায় উন্নীতকরণ এবং চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন।