নিজস্ব প্রতিনিধিঃ “প্রত্যাগত অভিবাসী পুনঃ ত্রকত্রীকরণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও বেইজ প্রকল্পের ভূমিক” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকালে উপজেলা সভা কক্ষে ওয়েলফেয়ার সেন্টার টাঙ্গাইল এ সেমিনারের আয়োজন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক এর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ,আইএমইডি, মশিউর রহমান খান (নিথুন),ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আইওএম বাংলাদেশ ফারজানা শাহনাজ, উপ-পরিচালক, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড মো. শফিকুল ইসলাম, সহকারি পরিচালক ওয়েলফেয়ার সেন্টার টাঙ্গাইল কাজী ফারুক আহাম্মদ, মোকনা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম,রেইস প্রকল্প ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড ( কম্পিউটার অপরেটর) মো, সাজজাদুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ প্রবাসী ফেরত ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।