নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত (জিআর ক্যাশ) ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৭ হাজার ৫শত টাকা করে মোট ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন। এছাড়াও একই ইউনিয়নের এক প্রতিবন্ধী শিশু পানিতে ডুবে মারা যাওয়ায় তার পরিবারকেও নগদ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন ও সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর উপজেলার নরদহি বাজারে ঝড়ের আঘাতে ১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।