নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে চিকিৎসার ব্যয়ভার মিটাতে না পেরে অবশেষে নিজের ঔরসজাত একমাত্র শিশু কন্যাকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন বাবা। সমপ্রতি উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণি গ্রামে ঘটেছে ঘটনাটি। জানা যায়, বর্ণি গ্রামের মো. ফজল মিয়ার ছেলে আলামিন (২৫) স্থানীয় পারভেজ নামক যুবকের শারীরিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দুই মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়নি। সে এখন পক্ষাঘাতগ্রস্ত। নিজের সহায় সম্বল যা ছিল সব শেষ হয়েছে চিকিৎসায় ব্যয়ে। উপায়ান্তর না দেখে সর্বশেষে নিজের ১ মাস বয়সের শিশু সন্তানকে চিকিৎসা ব্যয় মেটাতে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। আলামিনের মা জানান, গত ৭ রমজান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারভেজ আমার ছেলেকে রাস্তায় ফেলে মারধর করে। পারভেজের নির্যাতনে আমার ছেলের এই অবস্থা।
চিকিৎসকরা জানিয়েছেন, তার চিকিৎসার জন্য আরও ৪-৫ লাখ টাকা লাগতে পারে। সমাজের বিত্তবানদের নিকট ছেলে আলামিনের চিকিৎসার জন্য সহায়তা চেয়েছেন তিনি। সেইসঙ্গে পারভেজের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন। এ ব্যাপারে ডুবাইল ইউনিয়ন চেয়ারম্যান মো.ইলিয়াস মিয়া বলেন, এ বিষয়ে আমি অবগত ছিলাম না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। কোনো সহযোগিতা প্রয়োজন হলে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে করবো। ৪নং ইউপি সদস্য শিরিন বেগম বলেন, চিকিৎসার ব্যয় জোগাতে না পেরে আলামিন কন্যাসন্তানটি বিক্রি করেছে।