নিজস্ব প্রতিনিধিঃ “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” এর আওতায় টাঙ্গাইলে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে সদর উপজেলার গালা ইউনিয়নের রসূলপুর নয়াপাড়া গ্রামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কবির হোসেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) সাজ্জাদ হোসেন তালুকদার, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) শোয়েব মাহমুদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ। এ সময় সদর উপজেলার উপ-সহকারী কর্মকর্তা ও ২০০ জন কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।