নিজস্ব প্রতিনিধিঃ ভূঞাপুরে পাট চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগ পাট ও নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে অতিথি ছিলেন, টাঙ্গাইল বিএডিসির উপ পরিচালক সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোখলেছুর রহমান, জেলা পাট কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী, পাট কর্মকর্তা জহির রায়হান প্রমূখ। প্রশিক্ষণ পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উলফাত জাহান। প্রশিক্ষণে উপজেলার ১৫০ পাটচাষী অংশ গ্রহণ করে।