নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল খাদ্য তৈরি ও এক হোটেল মালিকসহ পাঁচ পথচারীকে বিভিন্ন অপরাধে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা জানান, ধনবাড়ী পৌরসভার চালাষ এলাকায় তৃপ্তি বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য তৈরির অপরাধে সাত হাজার, গাজী স্টার ভাই ভাই বেকারিকে ১০ হাজার, রজনীগন্ধা হোটেলকে এক হাজার ও রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতার অপরাধে পাঁচ মোটরসাইকেল চালকসহ মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন-এস আই সবুজ আহামেদ ও ধনবাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাজন আহমেদ রাজু।