নিজস্ব প্রতিনিধিঃ কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সারাদেশে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে টাঙ্গাইলে প্রতিবাদ সভা ও আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।