নিজস্ব প্রতিনিধিঃ কাজ শুরু করেছেন টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। থানায় সাধারণ ডায়েরী ও মামলাসহ সব ধরণের কাজ শুরু করলেও পুলিশ বাইরে পেট্টোল ডিউটি করছেন সেনা সদস্যদের সঙ্গে মিলেমিশে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন আহমেদ। পুলিশ কাজে ফেরায় জনসাধারণ থানায় আসতে শুরু করেছেন। এতে জনমনে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।
কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার সরকার পতন পর্যন্ত দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ জনতা নিহতের পাশাপাশি অনেক থানায় হামলা, আগুন দেওয়ার পাশাপাশি অনেক পুলিশ সদস্য হতাহত হন। আতঙ্কিত হয়ে পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন শুরু করে। টানা কয়েকদিন কর্মরিতির পর মঙ্গলবার (১৩ আগস্ট) পোশাক পড়ে স্বাভাবিক কাজ শুরু করেছে মির্জাপুর থানা পুলিশ।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, পুলিশের কাজে যোগদান ইতিবাচক। এখন জনমনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন আহমেদ বলেন, সোমবার (১২ আগস্ট) থেকে পুলিশ সদস্যরা কাজ শুরু করলেও পোশাক পড়ে মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে পুরোপুরি কাজ করছেন। সাধারণ ডায়েরী এবং পুলিশ ক্লিয়ারেন্সের কাজ শুরু হয়েছে। অভিযোগও জমা পড়ছে বলে তিনি জানান।