নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের অফিসটি এখন একটি ফাস্টফুডের দোকান। গত প্রায় ১ যুগের অধিক সময় ধরে ব্যবহৃত অফিসটি সম্প্রতি মিলন নামের এক ব্যবসায়ী ভাড়া নিয়েছেন। গত ৫ই আগস্ট সরকার পতনের পর অফিসটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এরপর থেকে অফিসটি বন্ধ ছিল। এদিকে ওই স্থাপনার মালিকানা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্তের পরিবারের হওয়া সত্ত্বেও অফিসটি বন্ধ করে অন্যত্র ভাড়া দেয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ। এ বিষয়ে তাহরিম হোসেন সীমান্তকে মুঠোফোনে পাওয়া যায়নি। ভাড়া নেয়া মিলন বলেন, তিনি ব্যারিস্টার তাহরিমের মা ঝর্ণা হোসেনের কাছ থেকে ভাড়া নিয়েছেন। দ্রুতই দোকানটি চালু করা হবে বলে জানান তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরিফ মাহমুদ জানান, বিষয়টি তার জানা নেই। তবে কোনো আলোচনা না করে অফিসটি ভাড়া দেয়া ঠিক হয়নি।