নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশসক শরিফা হক এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।