মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

কালিহাতী ব্লাড ফাউন্ডেশনকে পুরস্কার হিসেবে স্বীকৃতি স্বারক প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মানব সেবায় বিশেষ অবদানের জন্য টাঙ্গাইলের কালিহাতী ব্লাড ফাউন্ডেশনকে পুরস্কার হিসেবে শুভেচ্ছা ও স্বীকৃতি স্বারক প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। রোববার (৬ অক্টোবর) সকালে তার কার্যালয় থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্লাড ফাউন্ডেশনের সদস্যদের হাতে এ স্বারক তুলে দেন ইউএনও।

জানা যায়, প্রায় ৩ বছর ধরে কালিহাতী ব্লাড ফাউন্ডেশন মানব সেবায় বিশেষ অবদানের অংশ হিসেবে বিনামূল্যে সেচ্ছায় রক্ত প্রদান করে আসছে যা বর্তমানে মোট ১৫০০ ব্যাগ রক্তে পরিনত হয়েছে। এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, মানবসেবামুলক কাজকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, যদি ওই শিক্ষার্থীর মা-বাবা পরবর্তীতে তাকে স্কুলে না পাঠিয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বাল্যবিবাহের আয়োজন করেন তাহলে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights