নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে। সোমবার (৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভেয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তাবায়ন পরিষদ ওই কর্মসূচি পালন করে।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শামচুল আলম, সাধারণ সম্পাদক কামরুল আলম, উপদেষ্টা রফিকুল ইসলাম, আব্দুল আওয়াল প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের ১০ম গ্রেডের দাবি এর আগে যতবারই বাস্তবায়নে রূপ নেওয়ার প্রক্রিয়ায় গিয়েছে তখনই কোন এক অদৃশ্য কারণে আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। এবার সারাদেশে একযোগে আমরা কর্মবিরতিতে নেমেছি। দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন শুরু করা হবে।