নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি মানুষের কাছে যে ওয়াদা করে সেটি রক্ষা করে। তারই ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমান আগামী দিনে কীভাবে রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত এবং তিনি কীভাবে পরিচালিত করবেন তা তিনি ইতিমধ্যেই কিছুদিন আগে সেই ৩১ দফা দেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন। আমি ও আমরা দলগতভাবে মনে করি, তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের শান্তি হবে, উন্নয়ন হবে ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। শনিবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও যুবদলের সাবেক আহ্বায়ক মরহুম রফিকুল ইসলাম রফিকের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আওয়ামী লীগ যে পথে চলছে আমরা যদি সে পথে চলি তাহলে কি ঠিক হবে? বিএনপি কিন্তু দলগতভাবে সঠিক লাইনে আছে। কারণ দেশের মানুষের যে আকাঙ্ক্ষা স্বাধীনতার যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্যদিয়ে এ দেশটি স্বাধীন হয়েছে। স্বাধীনতা যুদ্ধে মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলের বাকশাল থেকে আর শেখ মুজিব বাকশাল কায়েম করেছিলেন। স্মরণ সভায় উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসের সঞ্চালনায় টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এদিকে বিকালে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঘাটাইলে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু।