মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করাসহ তিন নারীকে আহত করা হয়েছে। এসময় হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ তিন লাখ টাকার মালামাল লুট করে। গত শুক্রবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। আহতদের জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন পাকুল্যা পূর্বপাড়ার সমেজ মিয়ার স্ত্রী আমেনা বেগম (৬৫) তার দুই ছেলের বৌ জেসমিন আক্তার (২৭) ও লিজা বেগম (২৭)।
এ ঘটনায় আমেনা বেগম নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবেশী তমেজ মিয়ার সঙ্গে আমেনা বেগমের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকাল আটটার দিকে প্রতিবেশী তমেজ মিয়া, ইয়াছিন মিয়া, রুবেল মিয়া, জুলহাস মিয়া, খুইসা মিয়া, লিটন মিয়া, লাল চাঁন, শফিকুর মিয়া ও বানেছা বেগমসহ অজ্ঞাতনামা ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে আমেনা বেগমের বসত বাড়ির গেই ভাংচুর করে বাড়িতে প্রবেশ করে। পরে তারা উঠানে অন্যায়ভাবে জোরপূর্বক ঘর নির্মাণ করতে থাকে। এ সময় আমেনা বেগমসহ দুই ছেলের বৌ বাধা দিতে গেলে তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এসময় আমেনা বেগম ও তার দুই ছেলের বৌয়ের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে ঘরে প্রবেশ করে আসবাসপত্র ভাংচুর করে এবং স্টিলের সুকেজে রাখা নগদ এক লাখ চল্লিশ হাজার টাকা নিয়ে যায়। আহতদের উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এঘটনায় আমেনা বেগম মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।