নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে অশালীন মন্তব্য, অনৈতিক কাজকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঘাটাইল উপজেলা বিএনপি’র এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আ.খ.ম রেজাউল করিম ঘাটাইল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ২নং ঘাটাইল সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। গত শনিবার টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ জারি হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।