নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, জিয়ার দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলাসহ বহুবার বহুভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি রাখা হয়েছে। তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে দেশের বাইরে পাঠানো হয়েছে।
গত শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামে বিএনপির উদ্যোগে তেলিনা বাজার মাঠে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘যারা আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগের কথা বলবেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড চালাবেন—যদি সাহস পান তাহলে আপনারা করেন। আওয়ামী লীগ অনেক কষ্ট দিয়েছে আমাদেরকে। বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই।
জেলখানায় আটক রাখা হয়েছে। তারপরও বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম চালিয়েছেন। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনেতা তারেক রহমান।’
১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করবে এমন নেতা ছিল না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর এই দুঃসময়ে যখন গণতন্ত্র বিপন্ন, জনগণের ভোটের অধিকার যখন হরণ করা হয়েছে, জনগণের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অধিকার যখন আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল—তখন দেশের মানুষকে মুক্ত করতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে। আগামীতে নির্বাচন হবে জনগণের নির্বাচন। এক মাথার এক ভোট হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’
২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বজলুর সভাপতিত্বে আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি ডি এম শওকত আকবর, জুলহাজ মিয়া, তমিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি বোখারী, সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, ছাত্রবিষয়ক সম্পাদক আবুল হোসেন কনক বক্তৃতা করেন।