নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ছানোয়ার হোসেন (৩৭) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় তার লাশ পায় পুলিশ।
নিহত ছানোয়ার হোসেন জেলার মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ভট্টবাড়ী গ্রামের হাসমত আলীর ছেলে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ কালের কণ্ঠকে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন এক নারী রোগীর ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ছানোয়ার।