নিজস্ব প্রতিনিধিঃ রমজানের শুরুতেই বাজারে দেশি দামে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ ভোক্তার। এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন বাজারে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রবিবার দুপুরে উপজেলার বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম।
এ সময় বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ২৬ হাজর টাকা জরিমানা আদায় করা হয়। তবে কার কাছ থেকে কত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। জরিমানা আদায়ের পর ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে অভিযানের সময় ফুটপাত দখল করে বসা ফল ও সবজির দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়াও মার্কেটের সামনে অবৈধভাবে দীর্ঘসময় মোটরসাইকেল পার্কিং করায় ১০টি মোটরসাইকেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দাম বেশি রাখার অপরাধে ৬ ব্যবসায়ীকে সতর্ক করা এবং তাদের কাছ থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান, সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ফাহিম আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিস সরকার, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহা নাহিন, উপজেলা খাদ্য কর্মকর্তা রেবেকা সুলতানা প্রমুখ।