নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেছেন, সারা দেশেই বিভিন্ন প্রতিষ্ঠানে বিচ্ছিন্নভাবে অপরাধমূলক ঘটনা ঘটছে। অপরাধমূলক ঘটনা এড়ানোর জন্য সবাইকে নিজ দায়িত্বে সতর্কতা অবলম্বন করতে হবে। পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতায় থাকবেন। মির্জাপুর বাজার স্বর্ণ ব্যবসায় অন্যতম একটি বড় বাজার।
অপরাধমূলক কাজ এড়ানোর জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে অপরাধমূলক কাজ এড়ানোর লক্ষে মির্জাপুর থানা মিলনায়তনে মির্জাপুর বাজার স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশের মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
ওসি মো. মোশারফ হোসেন বলেন, ‘ব্যবসায়ীরা হাসিমুখে থানায় আসেন, দুঃসংবাদ নিয়ে নয়। নারী পুরুষ একই ক্রেতা বার বার আসছেন কিনা তা লক্ষ্য করতে হবে। সন্দেহ হলে পুলিশকে অবহিত করতে হবে।’
এ সময় তিনি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেন। এ ছাড়াও রাতে বাজারের ভেতর লোড, আবলোড এবং কোনো ধরনের পরিবহনকৃত যান প্রবেশে ব্যবসায়ীদের সচেতন হওয়ার পরামর্শ দেন।
মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুর রহমান, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা, ব্যবসায়ী মতিয়ার রহমান, জয়নাল আবেদীন, গোপাল কর্মকার, দেলায়ার হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘মির্জাপুর বাজার স্বর্ণ ব্যবসার অন্যতম একটি বড় বাজার। নাশকতা এড়াতে ব্যবসায়ীদের সচেতন করতে পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক এই সভার আয়োজন করা হয়।’