নিজস্ব প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ই মার্চ-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে ৭ই মার্চ এর ভাষণ, চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্গন ও ৭ ই মার্চ এর ভাষণ প্রতিযোগিতা।
এ সময় বিচারকমণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, শিক্ষা অফিসার মফিজুর রহমান, গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, শাখারিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনজুয়ানারা ময়না, শাজাহানপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা কানিজ ফাতিমা রুমি, আরো উপস্থিত ছিলেন অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।