নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি পুস্পস্তবক অর্পন করেন। পরে সকাল সাড়ে ১০ টায় দেলদুয়ার অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাকিলা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান এস. এম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক সম্পাদক এম. শিবলী সাদিক, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।