নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন টাঙ্গাইল দেলদুয়ার উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার হামীম কায়েছ বিপ্লব আটিয়া ইউনিয়নের ইফতারি আয়োজন করেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে ইফতারের সময় নাল্লাপাড়া গ্রামের ১নং ওয়ার্ডের উত্তরপাড়া তালিমুল কুরআন মাদ্রাসা ও মহিলাদের জন্য বাড়ীতে আয়োজন করা হয়।
এ বিষয়ে কায়েছ বিপ্লব বলেন, নয় শঙ্কা, নয় ভয় দেলদুয়ার উপজেলা হবে শান্তি ময় এবং মাদক মুক্ত। আমাকে যদি মানুষ নির্বাচিত করেন তা হলে এই দেলদুয়ার হবে দৃষ্টিনন্দিত। এছাড়া পরে তিনি সবার কাছে একটি করে ভোট প্রার্থনা করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার বাদল, মাতাব্বর জহির, ইদ্দিস মিয়া, মাইন মোল্লা, ইঞ্জিনিয়ার বাদশা, ইঞ্জিনিয়ার রেজুয়ানুল হক, খন্দকার পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।