মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২০ জুন ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
“এসো শিকড়ের টানে, মিলি প্রিয় প্রাঙ্গণে” প্রতিষ্ঠার ৪৪ বছরে প্রথম মধুপুর আদর্শ ফাজিল মাদরাসার সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা মধুপুরে বাস মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত অতিরিক্ত ভাড়া ও মাপে কম দেয়ার অপরাধে মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মধুপুর পৌরশহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মধুপুর থেকে চুরি হওয়া ট্রাক ভারত সীমান্ত থেকে উদ্ধার মধুপুরে গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মধুপুরে কর্ণেল আজাদের পক্ষে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন মধুপুরে গজারি গাছ ব্যবহার হচ্ছে ঘর নির্মাণের কাজে মধুপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা মধুপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বনবাসীদের ১২৯ টি মামলা প্রত্যাহারের ঘোষনা

সখীপুরে ‘বঙ্গবন্ধু মেলা’ ও অগ্নিনির্বাপক মহড়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ‘বঙ্গবন্ধু মেলা’ ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে শ্রেণি শিক্ষক ও ফায়ার সার্ভিসের উদ্যোগে ‘বঙ্গবন্ধু মেলা’ ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

জানা যায়, নতুন কারিকুলামে নবম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিজ্ঞতায় ২৬ মার্চ শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধু মেলা’র আয়োজনের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে ও মহান স্বাধীনতা দিবস সম্পর্কে জানতে সহকারী শিক্ষক রুহুল আমীনের সহযোগিতায় এ মেলার আয়োজন করে শিক্ষার্থীরা। তিনটি স্টলে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধের ছবি, বই, ব্যানার, ফেস্টুন এবং নানা ফুলে সজ্জিত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মহান স্বাধীনতা দিবসের আলোচনা শেষে এ মেলার উদ্বোধন করেন।

অপরদিকে বেলা ১২টার দিকে সখীপুর উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আগুন নেভানোর কৌশল ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে সচেতনামূলক মহড়া ও প্রশিক্ষণ হয়। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য সোহেল রানার নেতৃত্বে এ মহড়া পরিচালনা করা হয়। তিনি আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার তৎপরতা ও গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তার কৌশল প্রদর্শন করেন। অষ্টম শ্রেণির জীবন ও জীবিকা বইয়ের ‘আনন্দময় কাজের সন্ধান’ অভিজ্ঞতার আলোকে সহকারী শিক্ষক খায়রুল ইসলামে নির্দেশনায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় শিক্ষার্থীরা বাস্তব জ্ঞান লাভ করে। পরে শিক্ষার্থীদের মাঝে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ও সখীপুর ফায়ার সার্ভিসের মোবাইল নম্বর প্রদান করা হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারি শিক্ষক আহাম্মদ আলী, শাহনাজ আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য মোনায়েম খানসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102