নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদরের বাঘিল ইউনিয়নের গরীব ও দুস্থ মানুষের মাঝে জনতা ব্যাংক টাঙ্গাইল শাখার কর্মকর্তারা খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শনিবার (৩০ মার্চ) সকালে বাঘিল ইউনিয়নে রামদেবপুরে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার আব্দুল মতিন। তিনি ব্যাংকিং প্রয়োজনে জনতা ব্যাংককে বেছে নেয়ার আহবান জানান। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে টাঙ্গাইল কর্পোরেট শাখার সহকারী ব্যবস্থাপক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ২ কেজি পিঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ প্যাকেট লাচ্ছা সেমাই।