নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে আন্তঃজেলা ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টায় মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা থেকে শেখ তারিকুজ্জামান উজ্জল (২৮) নামের একজনকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশের প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়, গত ৭ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় সাভার মাইক্রোবাস স্ট্যান্ড হতে নুর মোহাম্মদ এর ভাড়ায় চালিত প্রাইভেটকারটি যাত্রীবেশে ছিনতাইকারীরা ভাড়া করে নিয়ে টাঙ্গাইল জেলার সখিপুর উদ্দেশ্যে রওনা হয়। সখিপুর উপজেলার কীর্ত্তনখোলা চৌরাস্তার হতে কালিয়ান পাড়া বাজার এলাকায় প্রাইভেটকারের ভিতরে থাকা যাত্রীবেশে ছিনতাইকারীদের কথা মোতাবেক আরও ২ জন ব্যক্তি প্রাইভেটকারের ভিতরে উঠেই ড্রাইভার মহিউদ্দিনকে প্রাণনাশের হুমকি প্রদান করে জোরপূর্বক প্রাইভেটকারটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরবর্তীতে ড্রাইভার মহিউদ্দিনকে গামছা দিয়ে চোঁখ মুখ ও হাত বেঁধে কিল ঘুষি মেরে মধুপুর উপজেলা এলাকায় ফাঁকা রাস্তায় পাশে ফেলে রেখে প্রাইভেটকার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এই সংক্রান্তে সখিপুর থানার মামলা হয়।
উক্ত দসুত্যার মামলার ঘটনাটি ক্লু-লেস এবং চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইলের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম এন্ড অপস্) নেতৃত্বে দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য টাঙ্গাইল ডিবির একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে। উক্ত ছিনতাই এর সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে আসামী মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ওয়াইল গ্রামের -শেখ আরিফুজ্জামানের ছেলে শেখ তারিকুজ্জামান উজ্জলকে (২৮), গত শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টায় মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের নদীর চর এলাকায় হতে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে জ্ঞিসাবাদের একপর্যায়ে ছিনতাইকৃত প্রাইভেটকারে বিষয়ে তথ্য প্রদান করে। আসামী শেখ তারিকুজ্জামান উজ্জলের (২৮) দেওয়া তথ্য ও দেখানো মতে ছিনতাইকৃত প্রাইভেটকারটি টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার যমুনা নদীর বরুয়া ঘাট হতে গত শনিবার ( ১৩ এপ্রিল) বিকেল ৩ টায় উদ্ধার করে জব্দ করা হয়।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকার ছিনতাই এর ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উপরোক্ত আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উক্ত ছিনতাই এর সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।