মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

কালিহাতীতে সর্বজনীন পেনশন বিষয়ক কর্মশালা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বর্তমান সরকারের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ এর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। কর্মশলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।

এ সময় ইউপি চেয়ারম্যানবৃন্দ, সচিববৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ব্যাংক ও এনজিও প্রতিনিধিগণ, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধাসমূহ তুলে ধরে প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিমে সকল পেশাজীবিদের অন্তর্ভূক্ত হওয়ার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights