নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম স্থানীয় সমস্যা সমাধানে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সকলের মতামতের ভিত্তিতে তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সমস্যাগুলি হলো যানজট, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা। নাগরিক প্রত্যাশা বিষয়ক কর্মশালা হতে উঠে আসা বিভিন্ন সামাজিক সমূহ সবার সামনে উপস্থাপনা করা হয়।
কর্মশালার সমাপনী বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এতে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুনুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী রাজনৈতিক ফোরাম যা বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে কাজ করে।