মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

সখীপুরের এমপিকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়কে প্রকাশ্য সভায় অঙ্গহানি করার হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) বিকেল সখীপুর পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে সখীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, আওয়ামী লীগের নেতা অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী শফিউল ইসলাম বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামারুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মির্জা শরীফ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাজাহানের সুযোগ্য উত্তরসূরীর বিরুদ্ধে অপপ্রচার ও কোন ষড়যন্ত্রের চেষ্টা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

এর আগে মোখতার ফোয়ারা চত্বরে বিকেল ৩ টার দিকে মানববন্ধন করে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল। এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন।

এ মানববন্ধনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ব্যানার ফেস্টুন হাতে নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে অবিলম্বে সনদ বাতিলের দাবি জানান। এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরের মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে প্রশ্ন তুলেন।

এ মানববন্ধনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, বাসাইল-সখীপুরের জনমানুষের নেতার জনপ্রিয়তায় ঈষার্ন্বিত হয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে টাঙ্গাইলের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এমপিকে হত্যার হুমকির দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি ।

উল্লেখ্য গত ২৫ এপ্রিল স্থানীয় বর্তমান এমপি ও সাবেক এমপির সমর্থকদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে নলুয়া বাজারের এক সভায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু বর্তমান এমপি অনুপম শাহজাহান জয়ের জিহবা কেটে নেওয়ার হুমকি দেয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights