নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) সকালে কলেজের রাবেয়া সিরাজ একাডেমি ভবনের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
এসময় অধ্যক্ষ মো. মজিবর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিপি সদস্য অধ্যাপক লাল মিয়া, অধ্যাপক শফিকুল ইসলাম, কর্মচারীদের পক্ষ থেকে হাবিবুর রহমান তালুকদার, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে রাফিয়া বিনতে রাজু ও সাদিয়া ইসলাম রুমী।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, অধ্যাপক তারিকুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন ও রশিদুল ইসলাম রতন।