নিজস্ব প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী (৫ জুন) টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শুধু চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। গণসংযোগ, উঠান বৈঠক করে ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থীরা।
এদিকে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হাসান জামি ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসনে আরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মূলত এই দুই পদে কোন প্রার্থী না থাকায় তারা নির্বাচিত হয়েছেন। এজন্য আগামী (৫ জুন) গোপালপুর উপজেলায় শুধু চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা যায়, নির্বাচনী এলাকাজুড়ে বইছে নির্বাচনী আমেজ। যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। চান শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হোক ভোট। ভোটের ময়দানে কোনো রকম সহিংসতা হোক, সেটা চান না তারা। স্থানীয় ভোটাররা টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, বিপদে আপদে যাকে কাছে পাবেন এবং এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন তারা।
গোপালপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন প্রার্থী। এরা হলেন- গিয়াস উদ্দিন (দোয়াত কলম), আইয়ুব খান (হেলিকপ্টার), আব্দুল মোমেন (ঘোড়া), মাহমুদুল হাসান (কাপ পিরিচ), শামসুল আলম (আনারস), খায়রুল ইসলাম (মোটরসাইকেল)। চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলাম (মোটরসাইকেল) সোমবার (৩ জুন) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে সড়ে দাঁড়ানোর ঘোষনা দেন।