নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো.জমির উদ্দিনসহ জেলা আইনশৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গভার সভাপতি জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম কয়েকটি বিষয়ের উপর এজেন্ডা দেন। এজেন্ডাগুলো মধ্য রয়েছে ডাকাতি, রাহাজানি, চুরি, খুন, দাঙ্গা, অপহরন, মাদকদ্রব্য মামলা এবং দ্রুত বিচার। এছাড়াও ঈদকে কেন্দ্র করে গবাদি পশু চুরির ঘটনা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন বক্তরা। এদিকে বক্তরা ঈদুল আযাহার উপর গবাদি পশু চুরি রোধ ও কোরবানীর পশুর হাট নিয়ে বিশেষ আলোচনা করেন।