মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

ভূঞাপুরে যুবক নিখোঁজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আকছেত ফকির রাসেল (৩২) নামে এক বাক-প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও রাসেল বাড়ি না ফেরায় পাগলপ্রায় স্বজনরা। বাক প্রতিবন্ধী রাসেল ফকির উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল উত্তরপাড়া গ্রামের মৃত আবু হানিফের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ মে সকালে খাবার খেয়ে বের হয় রাসেল এবং প্রতিদিন বাড়ি ফিরলেও এদিন আর বাড়ি ফেরেনি। পরে আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ধান চেয়ে পোস্ট করা হয়েছে।

নিখোঁজ রাসেলের মামা খালিদ হাসান ও বখতিয়ার জানান, রাসেল জন্ম থেকেই বাক-প্রতিবন্ধী, কথা বলতে পারে না, কানেও শোনে না। রাসেল নিখোঁজের আজ ১০ দিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান পাচ্ছি না। এরআগেও সে বেশ কয়েক বার হারিয়ে ছিল। দু’একদিন পরে সে একাই বাড়ি ফিরেছিল।

তারা আরও বলেন, রাসেলের বাবা নেই। শুধু মা বেঁচে আছে এবং রাসেলের কোনো ভাই-বোন নেই। প্রতিবন্ধী হওয়ায় ভবঘুরে ছিল। নিখোঁজ হওয়ায় ওর মা ঠিকমতো খাওয়া-দাওয়াও করছেন না। ছেলে নিখোঁজ হওয়ায় পাগলপ্রায় মা ও স্বজনরা। রাসেলের খোঁজ পেতে সকলের সহযোগিতা কামনা করছেন স্বজনরা।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ বলেন, নিকরাইল এলাকার রাসেল নামে এক বাক-প্রতিবন্ধী ভারসাম্যহীন যুবক নিখোঁজের বিষয়ে শুনেছি। এরআগেও বেশ কয়েকবার সে নিখোঁজ হয়েছিল এবং বাড়ি ফিরে আসে। তবে, নিখোঁজের বিষয়ে এখনো কোনো জিডি করেনি পরিবারের স্বজনরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights