নিজস্ব প্রতিনিদিঃ টাঙ্গাইলের কালিহাতীতে মারুফা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বর্গা গ্রামে স্বামীর বাড়ির ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত মারুফা বর্গা গ্রামের মনির হোসেনের স্ত্রী ও সখিপুর উপজেলার চারবাইদা গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে। তার আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।