নিজস্ব প্রতিনিধিঃ গত ১১ জুন, রাত-৯টায়, শেখ শাহিনুর রহমানের (ওসি সখিপুর) আয়োজনে-সখিপুর ব্যাডমিন্টন এসোসিয়েশের সার্বিক সহযোগিতায় ইনডোর বর্ষাকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে-১০টি দল ফুলের নাম ও নদীর নামে নামকরণ করে -২টি গ্রুপে-২০জন খেলোয়ার অংশগ্রহণ করে। খেলায় প্রথমে লীগ ও পরে নক-আউট পদ্ধতিতে-২টি দল সেরা দল হিসাবে ফাইনালে উঠে।
১০-টি দলে খেলোয়াড় হিসেবে যারা খেলেছেন তারা হলেন–শেখ শাহিনুর রহমান-ওসি সখিপুর থানা। মোঃ সাদ্দাম হোসেন- কৃতি খেলোয়াড়, সখিপুর। মোহাম্মদ সালেক আহমেদ- ব্যবস্থাপক ন্যাশনাল ব্যাংক পিএলসি সখিপুর শাখ। মোঃ আসাদুল হক সেন্টু- হিসাব রক্ষক কর্মকর্তা সখিপুর পৌরসভা ও সভাপতি সখিপুর ব্যাডমিন্টন এসোসিয়েশন। প্রবাস কুমার বসু- পুলিশ পরিদর্শক (তদন্ত ) সুখিপুর থানা। মোহাম্মদ মাসুদ রানা- সাব ইন্সপেক্টর (সেকেন্ড অফিসার) সখিপুর থানা। ডা.আব্দুল আহাদ- মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সখিপুর। নাসিরুল আমিন- ব্যবস্থাপক মধুমতি ব্যাংক পিএলসি,সখিপুর শাখা। রতন চন্দ্র দাস- বিট কর্মকর্তা, কচুয়া বিট।
মোহাম্মদ আব্দুল মালেক -উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সখিপুর। টাইগার নজরুল ইসলাম- সাধারণ সম্পাদক সখিপুর ব্যাডমিন্টন এসোসিয়েশন। মোঃ মহসিন সরোয়ার-এক্সিকিউটিভ অফিসার ব্রাক ব্যাংক সখিপুর শাখা। মোঃ শফিউল্লাহ-কৃতি খেলোয়াড় ও অর্থ সম্পাদক ব্যাডমিন্টন এসোসিয়েশন। প্রশান্ত সূত্রধর-অফিসার ব্রাক ব্যাংক পিএলসি মির্জাপুর শাখা। হৃদয় সরকার – অফিসার ব্রাক ব্যাংক োপিএলসি সখিপুর শাখা। সাগর আহমেদ- অফিসার এনআরবিসি ব্যাংক পিএলসি সখিপুর শাখা।তানভীর আহমেদ রবিন-প্রীতি খেলোয়াড়। মবিন- কৃতি খেলোয়াড় সখিপুর ও তাহসিন-সদস্য সখিপুর ব্যাডমিন্টন এসোসিয়েশন।
ফাইনাল খেলায় তিনটি সেটের মধ্যে দুইটি সেটিং শাহিনুর রহমান সাদ্দাম হোসেন বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
সালেক আহমেদ ও আসাদুল হক সেন্টু এই টুর্নামেন্টের রানারআপ দল হিসেবে গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের দলীয় অধিনায়ক অফিসার ইনচার্জ সখিপুর এ প্রতিবেদককে বলেন-এই টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন হতে পেরে নিজেকে ধন্য এবং গৌরবান্বিত মনে করছি, কোন টুর্নামেন্টে এটাই আমার প্রথম অর্জন। আমি সখিপুর থানায় যতদিন আছি সবাইকে নিয়ে এই ব্যাডমিন্টন খেলার ধারাবাহিকতা রক্ষা করে যাব।
খেলা শেষে দলের চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি সহ সকল খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। সর্বশেষ সকলে মিলে রাতের বেলায় খাওয়া-দাওয়া শেষ করে এবছরের টুর্নামেন্ট ভিত্তিক খেলার সমাপ্তি ঘোষণা করেন।