নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর গ্রাহক স্বর্গীয় কণা রানী ভৌমিক এর মৃত্যু দাবীর ৩,৮৪,৪৪১/- (তিন লক্ষ চুরাশি হাজার চারশত একচল্লিশ টাকা) মৃত্যুদাবী চেক তার ছেলে এস বি টনি এর নিকট হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১ জুলাই) বিকেলে কালিহাতী সার্ভিসিং সেল এর আয়োজনে উপজেলার খিলদা বাজারে এই চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর কালিহাতী সার্ভিসিং সেল এর ডি, জি, এম ও ইনচার্জ মোঃ মনছুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইপিএল গোলাপ এর প্রকল্প প্রধান মোঃ নুরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলদা বাজার পরিচালনা কমিটির সভাপতি নীহার রঞ্জন দাস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ হোসাইন মাহমুদ, কালিহাতী সার্ভিসিং সেল এজিএম কালি কৃষ্ণ পাল , এজিএম মোঃ রুহুল আমিন (রাহুল) প্রমুখ।