নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলামকে গণসংবর্ধনা দেয়া হবে। এ উপলক্ষে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিশাল মঞ্চ তৈরিসহ ব্যাপক পস্তুতি নিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের টানা চারবারের সংসদ সদস্য প্রয়াত একাব্বর হোসেনের ছেলে। ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। তিনি টানা দ্বিতীয়বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ৫ জুন চতুর্থধাপে এ উপজেলা পরিষদের নির্বাচন এবং ৪ জুলাই ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্টিত হয়েছে।
রবিবার (৭ জুলাই) বিকেলে এই গণসংর্বধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করবেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
এছাড়া মির্জাপুর উপজেলা পরিষদের টানা তৃতীয়বারের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাউফুজ্জামান সোহেল, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ড. মেজর (অব) খন্দকার এ হাফিজ ও মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই সানিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করবেন।
সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী প্রতীক হাসান ও সালমাসহ কয়েকজন কন্ঠশিল্পী।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান সিদ্দিকী বলেন, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলামকে গণসংবর্ধনা দেয়ার প্রস্তুতি শেষ পর্যায়ে। সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় দশ হাজার মানুষের সমাগম করতে নেতাকর্মীরা কাজ করছেন বলে তিনি জানান।