নিজস্ব প্রতিনিধিঃ চলমান পরিস্থিতিতে দেশব্যাপী হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
শনিবার (১০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখা। মানববন্ধনের পরে বিক্ষোভ মিছিল বের হয়।
মানববন্ধনে বক্তারা বলেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি।
এদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান আমাদের সবার। আমরা এদেশ থেকে কেন চলে যাব? বৈষম্যবিরোধী আন্দোলনের প্রাপ্ত সুবিধা হবে সবার।
অনতিবিলম্বে এসব হামলা বন্ধ করে দোষীদের বিচারের দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের টাঙ্গাইলের সভাপতি বিপ্লব দত্ত পল্টন, সাধারণ সম্পাদক দিলীপ কুমার রঞ্জিত, সাংগঠনিক সম্পাদক চন্দন সূত্রধর, যুবজোটের আহ্বায়ক গৌতম কর্মকার ও সদস্য সচিব বিধান পালসহ অনেকে।