নিজস্ব প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর-দোকানপাট ও মন্দিরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে ৮ দফা দাবিতে টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সনাতনী জাগ্রত জনতার ব্যানারে রবিবার (১১ আগস্ট) বিকালে শহরের বড় কালীবাড়ি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে সনাতনীরা ‘তুমি কে আমি কে-বাঙালি বাঙালি, আমার মাটি আমার মা, বাংলা ছেড়ে যাব না, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’ ইত্যাদি স্লোগান দেয়।
সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর-দোকানপাট ও মন্দিরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।